প্রকাশিত: Wed, Dec 28, 2022 1:53 PM
আপডেট: Sun, Jan 25, 2026 8:55 PM

মেট্রোরেল এবং বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের হা-হুতাশ!

শামীম আহমেদ

ছোটকালে একটা গল্প শুনতাম মুরুব্বিদের মুখে। এক লোক রোজ মদ খেয়ে বাসায় ফিরে বউ পেটায়। তার মনের মতো সবকিছু করেও বউ বাঁচতে পারে না। এভাবে বহুদিন চলার পর একদিন সবকিছু তার মন-মতো করে বউ ভাবলো, আজকে আর কোনোভাবেই পেটাতে পারবে না। তো সেই লোক রাতে ঘরে ফিরে বউ ভেতর থেকে দরজা খুলতেই তাকে ধরে বেদম পেটালো। কারণ জিজ্ঞেস করতেই বললো, ‘দরজার সামনে যে কুকুর ঘুমাচ্ছে তার মাথার নিচে বালিশ কোথায়?’ বিএনপি-জামায়াত সমর্থক বাংলাদেশিদের দেখলে আমার ওই লোকের কথা মনে পড়ে। তারা দুনিয়ার যেখানেই থাকে দেশে ভালো কিছু হলে সহজভাবে নিতে পারে না, সারাক্ষণ দোষ খুঁজতে থাকে।

পদ্মা সেতু হবার পর মাসখানেক ধরে তাদের হা-হুতাশ দেখলাম। এখন মেট্রোরেল হবার পর একই অবস্থা। কোনো দোষ বের করতে না পেরে একজন কেমিকেল ইঞ্জিনিয়ার নারী কেন মেট্রোরেল চালাচ্ছে এটা নিয়ে তাদের আহাজারির শেষ নেই। তারাই আবার পশ্চিমা বিশ্বে বসে কোনো কাজই ছোট না, সব কাজ, সব শিক্ষা সমান এমন বুলি আউড়ে যায় প্রতিনিয়ত। কুকুরের ঘুমানোর জন্য মাথার নিচে বালিশ দরকার না হলেও, তাদের মুখের ওপর আদর করে হালকা বালিশ চাপা দেওয়া দরকার কিনা কে জানে। লেখক ও গবেষক